মেহেদী হক
নগর পরিকল্পনাবিদ
সেই কবে থেকে বার বার করে (সহজ ও কঠিন দুই ভাষাতেই) লিখে ও বলে যাচ্ছি আমাদের শহর সভ্যতার ধরন এ ফ্লাইওভার কোন সমস্যার সমাধান না। এবং আমাদের ট্রিপ জেনারেশন (মানে আপনি আমি যেভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই) এর গঠন পশ্চিমাদের মত না। আমাদের ট্রিপ হয় ছোট ছোট। তাই ছোট ট্রিপ এর যানবাহন লম্বা ফ্লাইওভার এ উঠবে না, NMT (Non-Motorized Transport) যেমন রিক্সা, সাইকেল, ঠেলাগাড়ি, পথচারী এরা গ্রাভিটি ঠেলে অত উপরে উঠবে না, এদের ক্ষেত্রে অবশ্য ওঠার অনুমতিও নেই। তবে ফ্লাইওভার কেন করা হচ্ছে? জনগনের করের লক্ষ কোটি টাকা বা বিদেশীদের অনুদানের মোড়কে জড়ানো অদ্ভূত শর্তের ঋণ নিয়ে কেন এই তূঘলকী কাজ?